chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে চান আফগান শরণার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাজ্যে আশ্রয় নেন বহু শরণার্থী। তবে দেশটিতে আটকে পড়া শরণার্থীদের অনেকে দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন।

ওইসব শরণার্থীদের মৌলিক চাহিদা পূরণে যুক্তরাজ্য সরকারের ব্যর্থতার পর হতাশ হয়ে তারা এখন দেশে ফিরতে চান বলে দ্যা গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে।

তাদের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘অপারেশন ওয়ার্ম ওয়েলকাম’ নামে একটি কর্মসূচি চালু করেন।

কর্মসূচির উদ্দেশ্য ছিল- আফগান নাগরিকদের জীবন পুনর্গঠন, কাজ পাওয়া, শিক্ষা সুবিধা দেওয়া এবং ব্রিটিশ সমাজে একীভূত করে নেওয়া।

কিন্তু এসব আফগান নাগরিককে বসতবাড়ি দেওয়া সম্ভব হয়নি। সাত হাজার আফগানকে হোটেলে থাকতে হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েক মাস তাদের হোটেলে থাকতে হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক যিনি ব্রিটেনে আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত, তিনি গার্ডিয়ানকে জানিয়েছেন, বেশ কয়েকজন আফগান নাগরিক আমাকে বলেছেন- তারা এখন দেশে ফিরে যেতে চান।

ব্রিটিশ ওই ডাক্তার বলেন, ৬৭ বছর বয়স্ক এক আফগান নাগরিক আমাকে বলেছেন- তিনি আর এই অবস্থা মোটেই সহ্য করতে পারছেন না। তিনি হোটেলের বাইরে যেতে চান।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর