chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাবজি টিকটকও নিষিদ্ধ করল তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক : ভিডিও শেয়ারের অ্যাপ টিকটক ও মাল্টিপ্লেয়ার গেম পাবজি (পিইউবিজি) নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে এই অভিযোগ তুলে এই অ্যাপ্লিকেশনগুলো নিষিদ্ধ করা হয়েছে দাবি সরকারের।

তিন কোটি ৮০ হাজার জনসংখ্যার দেশ আফগানিস্তানের মাত্র ৯০ লাখ মানুষের ইন্টারনেট সুবিধা আছে বলে একটি স্বাধীন তথ্য সংগ্রহকারী সংস্থা ডাটারিপোর্টালের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ৪০ লাখের মতো মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক।

চলতি বছরের ক্ষমতা দখলের পর তালেবান গান, সিনেমা, নাটক বন্ধ করে দেওয়ায় বিনোদনের জন্য টিকটক আর পাবজি তরুণ প্রজন্মের আফগানদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

তালেবান সরকারের মুখপাত্র ইমানুল্লাহ সামানগানি বলেন, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচাতে সর্বশেষ নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।

তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনৈতিক অনুষ্ঠান সম্প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারও নিষিদ্ধ করা হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর