chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাহ আমানতে নতুন থার্মাল স্ক্যানার

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করছে সারাদেশে। ইতোমধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যুক্ত হলো নতুন থার্মাল স্ক্যানার।

মঙ্গলবার (১০মার্চ) এই থার্মাল স্ক্যানার স্থাপন  করা হয়।

স্থাপনের পর থেকে ইতোমধ্যে প্রায় তিন শতাধিক যাত্রীকে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আট মাস ধরে নষ্ট ছিল পুরোনো স্ক্যানারটি। যার ফলে করোনা শনাক্ত করণে শঙ্কা তৈরি হয়। নতুন স্ক্যানার আসার ফলে সে শঙ্কা অনেকটা কেটে গেল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাবস্থাপক এ বি এম সারওয়ার-ই-জাহান বলেন, আমরা এখন অনেকাংশে দুশ্চিন্তা কমে গেল্। দেশের দ্বিতীয় বৃহত্তম এই আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড ১৯ (করোনাভাইরাস) পরীক্ষা আরও সহজ হবে।

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর