chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই বছর পর চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা শূন্যে

চট্টলার ডেস্ক: মহামারী করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার দু বছর পর ট্টগ্রাম জেলায় প্রথমবারের মতো  আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদেনে  এমন তথ্য উঠে এসেছে।

তথ্য মতে, এদিন অ্যান্টিজেন্ট টেস্টসহ সরকারি-বেরসরকারি ১২ টি ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৬ হাজার ৬২৬ জন করোনায় সংক্রমিত হয়েছে। এছাড়া  ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ বলেন, এমন একটা দিনের প্রত্যাশায় ছিলাম আমরা। মানুষ করোনা ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলায় সংক্রমণের হার কমে এসেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রাম প্রথম করোনা আক্রান্ত রোগী ধরে পড়ে। এরপর ৯ এপ্রিল প্রথম বারের মতো কারো মৃত্যু হয়। এর মধ্যে চলতি বছরের অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে লাগামহীনভাবে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়তে থাকে। দিনে ১ হাজারের বেশি সংক্রমণ রোগী ধরা পড়েছিল। তবে করোনার সুরক্ষা রক্ষায় ভ্যাকসিন আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিভাগে নানান উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর