chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লামায় বৌদ্ধ বিহারে চুরি

ডেস্ক নিউজ : বান্দরবানের লামা পৌরসভা এলাকার একটি বৌদ্ধ বিহারে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে পৌরসভার রাজবাড়ী নালন্দা বৌদ্ধ বিহারে এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা বিহারে রক্ষিত নগদ টাকা, বৌদ্ধ মূর্তি ও স্বর্ণের চেইন নিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় চোরেরা বিহারের গ্রিল ও দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দান বাক্স ভেঙ্গে নগদ টাকা, পিতল ও ব্রোঞ্জের ৬টি বৌদ্ধ মূর্তি, মূর্তির গলায় থাকা ২টি স্বর্ণের চেইন ও স্টিলের আলমারী ভেঙ্গে কিছু কম্বল নিয়ে যায়।

রাতে বিহারে কোন প্রহরী না থাকায় চুরির ঘটনা ঘটেছে বলে জানান বৌদ্ধ ধর্মালম্বীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রেমানন্দ বড়ুয়া বলেন, চুরির বিষয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর জানান, বৌদ্ধ বিহারের চুরির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর