chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেললাইনে ছবি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া রেল গেটে ট্রেনে কাটা পড়ে ভাই-বোন দুজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাওয়াছড়া লেকে বেড়াতে গিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় দুজনই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকার নুরুল মোস্তফার ছেলে আব্দুল মালেক (২৩) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৪)। তারা দুজনই আপন ভাই-বোন।

পিতার নুরুল মোস্তফা স্থানীয় প্যারাগন ফিড লিমিটেড নামের একটি কারখানায় চাকুরির সুবাদে তারা দীর্ঘদিন ধরে ওয়াহেদপুরে বসবাস করে আসছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নুরুল মোস্তফা শুক্রবার বিকেলে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাওয়াছড়া লেকে ঘুরতে যান। ফেরার পথে রেলাইনে ছবি তুলতে গিয়ে তার দুই ছেলে-মেয়ে ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ট্রেনে কাটা পড়ে ভাই-বোন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) কামরুল হাসান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর