chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলনায় মাদরাসাছাত্র হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজঃ খুলনায় মাদরাসাছাত্র মুসা শিকদার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- বনি আমিন শিকদার, রাহিন শেখ, রাজু শেখ ও নুহু শেখ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সিরাজ শিকদার ও তার ভাই জসিম শিকদারকে খালাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে মুসা শিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুদি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মুসাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছিল আসামিরা।

এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ করেন নিহতের বাবা মুস্তাকিম শিকদার। আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী ছয়জনকে আসামি করে ২০১৯ সালের ৩০ মে আদালতে চার্জশিট দেন। নিহত মুসা শিকদার ইলাইপুর গ্রামের মুস্তাকিম শিকদারের ছেলে।

 

এই বিভাগের আরও খবর