chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনসারে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

বিদ্রোহ, ষড়যন্ত্র করলে বা জড়ালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এমন বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ-ব্যবহারিক প্রশিক্ষণ নীতিমালা, ২০২৩’ এর খসড়ার অনুমোদনও দেয়া হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

উল্লেখযোগ্য এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম ছিল, সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের নীতিমালা। সেখানে বলা হয়, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী ইন্টার্ন নিয়োগ দেবে। এটা সবেতনে হবে এবং এর মেয়াদ হবে ৩ থেকে ৬ মাস।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোও ইন্টার্নশিপের আনুষ্ঠানিক ব্যবস্থা রাখে।

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন আইন ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়েছে। রিক্রুটিং এজেন্টগুলোর বিধিমালা তৈরিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

তাছাড়া প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন, ভুয়া সনদে বিদেশ যাওয়া ঠেকাতে যাবতীয় ব্যবস্থা নেয়া হয়।

এছাড়া পরিবেশবান্ধব প্লাস্টিক শিল্প গড়া ও নিশ্চিতের বিধান রেখে, প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩ এর খসড়ার অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর