chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগ্রাবাদে ‘বিবিজান’ কবরস্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ‘বিবিজান’  কবরস্থানের জায়গার ওপর নির্মিত ভবনটি গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সিডিএ কর্ণফুলী মার্কেটের সামনের ভবনটি ভেঙে ফেলার জন্য অভিযান পরিচালনা করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমিনা আফরোজ চৌধুরী।

আগ্রাবাদে ‘বিবিজান’ কবরস্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্থানীয়রা জানান, কবরস্থানের জায়গা দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে। যেখানে মৃত্যুর পর মানুষের ঠাঁই হয়- সেখানে ভবন নির্মাণ সত্যিই দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে এ ভবন ভেঙে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমিনা আফরোজ চৌধুরী বলেন, স্থানীয়রা দীর্ঘদিন ধরে কবরস্থানের ওপর ভবন গড়ে ওঠায় অভিযোগ দিয়ে আসছিল। দুদকের গণশুনানীর পর আইনগত প্রক্রিয়া শেষে ভবনের মালিককে নোটিশ দিয়ে এক সপ্তাহের সময় দিয়েছিলাম। কিন্তু তারা সেখান থেকে সরে না যাওয়ায় নোটিশ দেওয়ার আরও ৩ সপ্তাহ পর আমরা আজ ভবনটি ভাঙতে অভিযান পরিচালনা করছি।

চট্টলার খবর/ইফতেখার/জুইম

 

 

 

 

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর