chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই দোকানির গুদামে ১২ হাজার লিটার তেল, ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বিক্রি না করে দুটি প্রতিষ্ঠানে গুদামে মজুদ করে রাখা ১২ হাজার ১০০ লিটার পাম ওয়েল তেল জব্দ করেছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়। এ ঘটনায় অভিযুক্ত  প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরে নগরীর বন্দর থানার সল্টগোলা ঈশান মিস্ত্রীরের মাইলের মাথায় অভিযান চালিয়ে এসব জরিমানা।

ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক দিদার হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসআদ এন্টারপ্রাইজের গুদাম মজুত অবস্থায় ৬ হাজার লিটার ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজে গুদাম অবস্থায় ৬ হাজার ১০০ লিটার করে ১২ হাজার ১০০ লিটার পাম ওয়েল খোলা তেল পাওয়া গেছে। মার্চ মাসের আগে কেনা এসব তেল বিক্রি না করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাজারে ভোজ্য তেল স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান এই কর্মকর্তা|

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর