chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সৌদির পর্যটন দূত হলেন মেসি

ডেস্ক নিউজ: লিওনেল মেসিকে নিজেদের পর্যটনশিল্পের নতুন দূত হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব গতকাল দূত হিসেবে মেসির নাম ঘোষণা করেন।

সোমবার(১০ মে)  সৌদি ট্যুরিজম অথরিটির এক টুইটে দেখা যায়, মেসি তার পিএসজি ও আর্জেন্টাইন সতীর্থ লিনাদ্রো পারেসেদের সৌদি ভ্রমণে গেছেন। ছবির ক্যাপশনে লিখা, আমরা মেসি ও তার বন্ধুকে জেদ্দায় স্বাগতম জানাচ্ছি। জেদ্দার ঐতিহাসিক ঐতিহ্য ও লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ করুন।

পরে মেসি নিজেই ইনস্টাগ্রামে একটি স্পন্সরড পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, সৌদির লোহিত সাগর উপভোগ করছি।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ গত ফেব্রুয়ারিতেই জানিয়েছিল, সৌদি পর্যটন বোর্ডের তরফ থেকে মেসিকে দূত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সে সময় সৌদি রাজতন্ত্রের শাসনে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়া অনেকেই মানবাধিকার সংস্থা গ্র্যান্ট লিবার্টির মাধ্যমে মেসির কাছে পাঠানো চিঠিতে তাকে এসব বিষয়ে জড়াতে নিষেধ করেছিলেন।

নচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর