chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জন লি হংকংয়ের নতুন নেতা

ডেস্ক নিউজ: হংকংয়ের নতুন নেতা হিসেবে জন লি কা-চিউর নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনে তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। রুদ্ধদ্বার ভোটিং প্রক্রিয়ায় তিনি নির্বাচিত হয়েছেন। আগামী জুলাইয়ে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

রবিবার (৮ মে) তাকে নির্বাচিত করা হয়।

হংকংয়ের ওপর নিজেদের দখল আরও শক্তিশালী করার জন্য জন লি-কে নেতা হিসেবে নির্বাচন চীন সরকারের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, জন লি-কে লোকেরা খুব একটা পছন্দ করেন না। জনপ্রিয়তা সমীক্ষায় তিনি ১০০ এর মধ্যে মাত্র ৩৪.৮ পয়েন্ট অর্জন করেছেন। তবে হংকংয়ে এ জাতীয় সমীক্ষা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ, এখানকার জনগণ নিজেরা তাদের নেতা নির্বাচিত করতে পারে না।

রবিবার ১৫০০ ভোটের মধ্যে ১৪১৬টি ভোট পেয়েছেন জন লি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো হংকংয়ের শীর্ষ পদে একজন নিরাপত্তা কর্মকর্তা নির্বাচিত হলেন।

সূত্র: বিবিসি

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর