chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেকর্ড ৩৫তম শিরোপা উদযাপন রিয়াল মাদ্রিদের

ডেস্ক নিউজঃ চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লা লিগা শিরোপা উদযাপন করলো রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের দরকার ছিল মোটে এক পয়েন্ট, সে লক্ষ্যে বড় জয় তুলে নিয়েছে কার্লো আনচেলোত্তির দল। এস্পানিওলকে হারিয়েছে ৪-০ গোলে।

৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করল লস ব্লাংকোরা।

 

দ্বিতীয় অবস্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৬৪, এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৬৩।

 

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে রিয়াল তাই এ ম্যাচে দলের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রামে রাখেন আনচেলোত্তি। শুরুর একাদশে ছিলেন না ক্রস, মদরিচ, বেনজিমা, ভিনিসিয়ুস জুনিয়র, আলাবা, মিলিতাও এর মত ফুটবলাররা। তবে এদের ছাড়াই রিয়াল বড় জয় তুলে নিয়েছে।

রিয়ালের সঙ্গে প্রায় সমান তালে খেলে এস্পানিওল কিন্তু পায়নি গোলের দেখা। ম্যাচের ৩৩ ও ৪৩ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ৫৫ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন মার্কো আসেনসিও। ৮১ মিনিটে চতুর্থ গোল এনে দেন বদলি নামা করিম বেনজিমা। চলতি লিগে এটি তার ২৬তম গোল।

ইহ//চখ

এই বিভাগের আরও খবর