chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

চলমান মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-সি এর ম্যাচে বুধবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ২টায় নিজেদের হোম গ্রাউন্ড সান্তিয়েগো বার্নাভুয়ে পর্তুগিজ ক্লাব ব্রাগার মুখোমুখি হয় ১৪ বারের এ আসর বিজয়ী স্প্যানিশ ক্লাব জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ব্রাগাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে আবারো শেষ ষোলয়ে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের শুরুতেই ব্রাগা পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি। আলভারো দিয়ালোর স্পট কিক রুঁখে দেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন।

এর পর ম্যাচের ২৭তম মিনিটে ব্রাজিলিয়ান উদীয়মান তারকা রদ্রিগো পাসে ব্রাগার জালে বল পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস।

বিরতির পর খেলতে নেমে ৫৮তম মিনিটে উরূগুয়েন মিডফিল্ডার ফেদে ভালভার্দের পাসে রিয়ালের দ্বিতীয় গোল করেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। দুই গোল দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় রিয়াল। দুই মিনিট পর তারই পাস ধরে চিপ শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো।

চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে সর্বকালের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর