chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হারিকেন হাতে মাহফুজুর রহমান!

বিনোদন ডেস্ক : পেশাদার সংগীতশিল্পী না হলেও নিজের ইচ্ছে ও শখ থেকে গত কয়েক বছর ধরেই দর্শকদের ঈদে গান শুনিয়ে আসছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান

তার প্রত্যেকটি গান নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনায় শ্রোতারা মগ্ন থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবারও ব্যতিক্রম ঘটছে না। আসন্ন রোজার ঈদে ১০টি গান শোনাবেন মাহফুজুর রহমান। তার এই একক সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’।

এটিএন বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তুমি আমার প্রেয়সী’ অনুষ্ঠানটি। এর গানগুলো লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছে।

একটি গানের দৃশ্যে মাহফুজুর রহমানের হাতে হারিকেন দেখা যাবে। কী কারণে তিনি এটা হাতে নিয়েছেন, তা অবশ্য পরিষ্কার নয়। অনুষ্ঠান প্রচারের পর সেটা বোঝা যাবে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর