chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ার ভাণ্ডারী হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আলোচিত ও চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভাণ্ডারী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কামালকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৭।  বুধবার (৬ এপ্রিল) খাগড়াছড়ি থেকে তাকে গেফতার করা হয়।

গ্রেফতার কামাল রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকার আমিনুল হক ওরফে আজাইম্মা’র ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিজচালক (মিডিয়া) নুরুল আবছার চট্টলার খবরকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৫ সালের ২১ জানুয়ারি  রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জিল্লুর ভাণ্ডারীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর পরই আসামির পালিয়ে যায়। জিল্লুর মৃত্যুর পরের দিন তার ছোট ভাই বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ১৫ ফ্রেব্রুয়ারি বিজ্ঞ আদালত এই মামলার রায় প্রকাশ করে। রায়ে দুই জনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

নুরুল আবছার আরও বলেন, কামাল এই মামলায় আগেও জেল খেটেছেন। ২০১৭ সালে জামিনে বের হয়ে সিএনজি অটোরিকশা চালানো শুরু করেন। কিন্তু রায় ঘোষণার পর সে এলাকা ছেড়ে সাজেকে ওয়াটারের চাকরি নেয়। সেখানেও নিজেকে স্থির করতে না পেরে খাগড়াছড়ি চলে যায় নতুন কাজের সন্ধানে।

এমএইচকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর