chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভুয়া রপ্তানির আড়ালে প্রণোদনা হাতিয়ে  নেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রপ্তানি চালানের আড়ালে অবৈধভাবে ৩ কোটি ৮১ লাখ ৮৪ হাজার ৮৫৯ টাকা বেশি দেশে এনে ৭৬ লাখ ৩৬ হাজার ৯৭২ টাকা প্রণোদনা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে পণ্য রপ্তানির উদ্দেশ্যে সিসিটিসিএল ডিপোতে কনটেইনারের পণ্য লোড করা হয়। বিল অব এক্সপোর্টের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি করে। তবে রপ্তানিকারক প্রতিষ্ঠান ৮২ হাজার পিস পণ্যের বিপরীতে ৪ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৮৮৫ টাকা রপ্তানি মূল্য ঘোষণা করেন। পরে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।  পরীক্ষায় ২৯ হাজার ৯৩৬ পিস পাওয়া যায় । যার বাজার মূল্য ২৫ লাখ ৭৭ হাজার ২৬ টাকা।

তিনি আরও বলেন, রপ্তানিকারক প্রতিষ্ঠান তিন কোটি ৮১ লাখ ৮৪ হাজার ৮৬৯ টাকা অবৈধ উপায়ে দেশে আনার চেষ্টা করেন। এছাড়া বাংলাদেশ সরকার থেকে রপ্তানিমূল্যের ২০ শতাংশ নগদ প্রণোদনা অর্থাৎ ৭৬ লাখ ৩৬ হাজার ৯৭২ টাকা অবৈধভাবে পাওয়ার অপচেষ্টা করেছেন। চট্টগ্রাম কাস্টমস কমিশনারের নির্দেশে দোষীদের আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর