chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে আরও একটি মন্দিরে চুরি!

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে আরো একটি মন্দিরে জানালার গ্রিল কেটে দানবাক্সের টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।

তিনি জানান, বুধবার সকালে মন্দিরের দোতলায় পূজা করতে গিয়ে পূজারী মন্দিরের জানালার গ্রিল কাটা দেখতে পান। চোরেরদল মন্দিরের দানবাক্সের টাকা, মন্দিরের পিতলের বড় ঘণ্টাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

উপজেলা সদরে মাত্র ৬দিনের মাথায় ফের এমন ঘটনা ঘটলো। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।

এর আগে গত বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী রাধা গৌবিন্দ ও জ্বালাকুমারী মাতৃমন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

চোরেরদল মন্দিরের তালা ভেঙে প্রতিমার গলায় থাকা স্বর্ণের চেইন, দানবাক্সের টাকা, পিতলের তালাবাটিসহ পূজার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তিলক সেন।

এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘চুরির খবর পেয়েছি। চোর ধরতে চেষ্টা করে যাচ্ছি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর