chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশের বিপক্ষে জয় ভারতের

ডেস্ক নিউজ: নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ১১০ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের দেয়া ২৩০ রানের লক্ষ্যে ১১৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশের নারী দল।

মঙ্গলবার হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভারত আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান সংগ্রহ করে। বাংলাদেশ ৪০.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়।

ভারতের লক্ষ্যমাত্রা ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১২ রান তুলতে সক্ষম হয়। সেই সঙ্গে আউট হয়ে ফেরেন শারমিন আক্তার। গায়কোয়াডের অফ স্টাম্পের বাইরের বল প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা স্নেহা রানার হাতে ক্যাচ তুলে দেন তিনি।

আগামী রবিবার ঝুলন-মিতালিদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ভারত ধরে ফেলল ওয়েস্ট ইন্ডিজকে। নেট রান রেটে ভারত অনেকটাই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের থেকে। ফলে ভারত তৃতীয় ও ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ স্থানে থাকল। এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে অস্ট্রেলিয়া শেষ চারে উঠে গিয়েছে। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর