chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিউজিল্যান্ড আশ্রয় দিবে ইউক্রেনীয়কে

ডেস্ক নিউজ:চার হাজার ইউক্রেনীয় নাগরিককে আশ্রয় দেওয়ার পরিকল্পনা করেছে নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী ক্রিস ফাফোই।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক ও বাসিন্দাদের চার হাজার স্বজনকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।

অভিবাসনমন্ত্রী ক্রিস ফাফোই বলেন, ইউক্রেনীয়দের নিউজিল্যান্ডে আশ্রয় দিতে গত কয়েক দশকের মধ্যে আমরা সবচেয়ে বড় একটি বিশেষ ভিসা ক্যাটাগরি প্রতিষ্ঠা করেছি। বিশ্বজুড়ে মানবিক সহায়তাকে সমর্থন করতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।

ফাফোই বলেন, এটি এক বছরের জন্য উন্মুক্ত থাকবে। আবেদনকারীদের মধ্যে যাদের আবেদন গৃহীত হবে, তাদের কাজের অনুমতিসহ দুই বছরের ভিসা দেওয়া হবে। একই সঙ্গে তাদের সন্তানদের নিউজিল্যান্ডের স্কুলগুলোতে পড়ার অনুমতি দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিশেষ এই প্রোগ্রামের মাধ্যমে ইউক্রেনের প্রায় ১ হাজার ৬০০ ইউক্রেনীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক ও বাসিন্দাদের পিতামাতা, দাদা-দাদি, প্রাপ্তবয়স্ক ভাইবোন কিংবা সন্তান এবং নিকটবর্তী পরিবারের সদস্যদের নিরাপদে নিউজিল্যান্ডে নেওয়ার জন্য তারা স্পন্সর করতে পারবেন।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর