chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পেঁয়াজের দাম আরও কমলো

অর্থ-বাণিজ্য ডেস্ক : কিছুদিন ধরে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম এবার দফায় দফায় কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় পাইকারি ও খুচরা বাজারে দর নেমেছে অর্ধেকে।

গত সপ্তাহ পর্যন্ত যে পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে খুচরা বাজারে পাঁচদিনের ব্যবধানে দাম কেজিতে কমেছে ২৫ টাকা পর্যন্ত। আগামী দিনগুলোতে এ নিত্যপ্রয়োজনীয় কাঁচাপণ্যটির দাম আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি দেশে প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে। একইসঙ্গে বাজারে হালি পেঁয়াজ উঠতে শুরু করেছে। কদিনের মধ্যে পুরোপুরিভাবে হালি পেঁয়াজ বাজারে চলে আসবে। এ কারণে এখন পেঁয়াজের দাম কমে গেছে।

এদিকে দাম কমার কারণে আমদানি-কারকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। তারা এখন কেজিতে ৫-৭ টাকা লোকসান দিয়ে পেঁয়াজ বিক্রি করছেন বলে অনেকের অভিযোগ।

চলতি মার্চ মাসের শুরুতে বাজারে হুট করে বেড়ে যায় পেঁয়াজের দাম। ৪৫ টাকা কেজি বিক্রি হওয়া দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম বাড়তে বাড়তে ৭০ টাকায় ওঠে।

তবে গত ৯ মার্চ থেকে পেঁয়াজের দাম কমতে থাকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ৯ মার্চের পর প্রায় প্রতিদিন পেঁয়াজের দাম কমেছে। ৯ মার্চ খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা কমে পেঁয়াজের কেজি ৬০ টাকায় নেমে আসে। পরের দিন তা আরও কমে ৫০ টাকায় নামে। আর আজ রবিবার (১৩ মার্চ) তা আরও কমে দাঁড়ায় ৪৫ টাকায়। অর্থাৎ, পাঁচদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ২৫ টাকা।

অপরদিকে পাঁচদিনের ব্যবধানে পাইকারিতে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম কেজিতে ২৬ টাকা পর্যন্ত কমেছে। ৯ মার্চের আগে ছিল ৬০-৬২ টাকা। গত পাঁচদিনে কয়েক দফায় দাম কমে তা এখন ৩৫-৩৬ টাকায় নেমে এসেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর