chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পোল্যান্ডেও রুশ হামলা, নিহত ৯ !

ডেস্ক নিউজ:পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের ইয়াভোরিভের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রশ বাহিনী। এমন দাবি করেছে লভিভ শহরের আঞ্চলিক সামরিক প্রশাসন। এ হামলায় ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫৭ জন।

রোববার (১৩ মার্চ) লিয়েভ শহরের আঞ্চলিক গভর্নর মাকসিম কোজিতস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

লিভভের গভর্নর জানান, বিস্ফোরণের ফলে সামরিকঘাঁটিতে লাগা আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

তিনি আরও জানান, রাশিয়ার সেনারা ৩০টি রকেট ছুড়েছে।  হতাহতদের উদ্ধারে কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে গেছে।

এ ছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তাকেন্দ্রে (আইপিএসসি) নামে এই সামরিকঘাঁটিতে রবিবার রুশ সেনারা আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

এদিকে ইউক্রেন জানিয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। কেন্দ্রটি লিভভ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইয়াভোরিভ জেলায় অবস্থিত এবং এটি একটি সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র।

হামলার পর জানানো প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, রাশিয়ার আক্রমণ করা পশ্চিম ইউক্রেনের সামরিকঘাঁটিতে বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। হামলায় হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর