chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ

ডেস্ক নিউজঃ  আজ ডানেডিনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরে গেছে নিগার সুলতানারা। বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশের দেওয়া ১৪১ রানের টার্গেটে কিউই মেয়েরা পৌঁছে গেছে ৭ ওভার হাতে রেখেই।

 

ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করেছেন অধিনায়ক নিগার সুলতানা।

 

নিগার সুলতানা বলেন, ‘আমাদের ব্যাটাররা খুবই ভালো করেছে। ফারজানা দুর্দান্ত ছিল, লেট অর্ডারও কিছুটা অবদান রেখেছে। তবে জুটি গড়া নিয়ে আমাদের আরো কাজ করতে হবে, যা আমাদের বড় স্কোর করতে সাহায্য করবে। এই কন্ডিশনে কখনো খেলিনি, এখানে খেলাটা খুবই কঠিন। প্রচণ্ড ঠাণ্ডা, মাঠও ছিল ভেজা।  বোলাররা ঠিকমতো বল গ্রিপ করতে পারছিল না। গত ম্যাচে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ভালো ব্যাটিং করতে পারিনি আমরা। তবে আজ ব্যাট হাতে ভালোই লড়াই করেছি। ’

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে হারে বাংলাদেশ। সেই ম্যাচটি ছিল নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ম্যাচ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ১৪ মার্চ হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এই বিভাগের আরও খবর