chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিআরবিতে জোড়া খুন: ৬৩ আসামির বিচার শুরু

চট্টলা ডেস্ক : রেলের টেন্ডার নিয়ন্ত্রণকে ঘিরে সিআরবি প্রাঙ্গণে প্রকাশ্যে জোড়া খুনের মামলায় দীর্ঘ ৮ বছর পর ৬৩ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিন এ আদেশ দেন।

এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্ত ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলায় ৩০২ ধারায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, ছাত্রলীগের বহিস্কৃত নেতা সাইফুল আলম লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুসহ ৫৪ জন আসামি। আগামী ২৫ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

আদালত সূত্র জানায়, রেলওয়ে পুর্বাঞ্চলের কোটি টাকার দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে ২০১৩ সালের ২৪ জুন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে চট্টগ্রামের সিআরবি এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে গুলিতে প্রাণ হারান যুবলীগ কর্মী সাজু পালিত (২৮) ও পথচারী শিশু মোহাম্মদ আরমান (৮)।

আলোচিত এ হত্যাকান্ডের পর কোতোয়ালী থানার এসআই মহিবুর রহমান বাদি হয়ে ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার এক মাস পর নিহত সাজু পালিতের মা মিনতি পালিত বাদি হয়ে অজিতকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করেন। এ দুটি মামলা একসাথে তদন্ত করে অভিযোগপত্র দেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর