chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১ লাখ ৮৪ হাজার ২০০ জন পাবে চসিকের গণটিকা

নিজস্ব প্রতিবেদক:সরকারের ঘোষিত গণটিকা কার্যক্রমের আওতায় ৪১টি ওয়ার্ডে ১ লাখ ৮৪ হাজার ২০০ জনকে করোনা গণটিকা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)।

এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্রের মাধ্যমে সাড়ে ৪ হাজার নাগরিককে করোনার টিকা দেওয়া হবে। তবে আয়তনে বড় ও জনসংখ্যা বেশি এমন ওয়ার্ডে প্রয়োজনে টিকা কেন্দ্র বাড়ানো পরিকল্পনা রয়েছে চসিকের।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আন্দরিকল্লায় চসিকের পুরাতন নগর ভবনে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সভায় মেয়র বলেন, ইতিমধ্যে নগরীর ৬১ শতাংশ নাগরিককে করোনার টিকা প্রদান করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারির কর্মসূচিকে উৎসবমুখর ও সফল করতে চসিকের স্বাস্থ্যবিভাগ, আরবান স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। টিকা দিতে কোনো রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন কিংবা ন্যাশনাল আইডি লাগবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, নগরীর ভাসমান মানুষকে টিকার আওতায় আনতে আমাদের মোবাইল টিম মাঠে থাকবে। মোবাইল টিমকে সার্বিক সহায়তায় ওয়ার্ড কাউন্সিলদের সহায়তা কামনা করছি।

সভায় চসিকের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর জহর লাল হাজারী সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর