chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে মিলল বিষাক্ত কিং কোবরা

ডেস্ক নিউজঃ পাহাড় ঘেঁষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিন দিন বাড়ছে সাপের উপদ্রব। ১২ ফুট লম্বা এক বিষধর ‘কিং কোবরা’ সাপ মিলল চবিতে।

 

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস সংলগ্ন আবাসিক এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

 

এসময়, স্থানীয়রা সাপটিকে দেখে খবর দিলে চবির প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম সাপটি উদ্ধার করেন।

 

এ প্রসঙ্গে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী বলেন, ‘এটি একটি তীব্র বিষধর প্রকৃতির সাপ, যদিও এর কামড়ে মানুষ মারা যাওয়ার রেকর্ড নেই বললেই চলে। আমরা সাপটিকে  বর্তমানে আমাদের আওতায় রেখেছি, শীঘ্রই একে  জঙ্গলে অবমুক্ত করা হবে। ‘

 

সিশা/চখ

এই বিভাগের আরও খবর