chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাড়ছে না ছুটি, খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানঃ দীপু মনি

ডেস্ক নিউজঃ শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, করোনার সংক্রমণ কমে এসেছে তাই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না। অল্প কিছুদিনের মধ্যেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমের যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

এসময়, শিক্ষামন্ত্রী আরও বলেন,‘করোনা একটি বৈশ্বিক সমস্যা। আমরা চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীদের জীবন নিরাপদ রেখে শিক্ষা ব্যবস্থা চালু রাখা যায়। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। এখন প্রতিনিয়ত করোনা সংক্রমণের হার কমে আসছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না।’।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বাড়ার ফলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপে এই ছুটি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর আগে গত বছর প্রায় দেড় বছর বন্ধ ছিলো সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর