chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার টিকা পাবে কওমি শিক্ষার্থীরাও

ডেস্ক নিউজঃ আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে শুরু হতে যাচ্ছে কওমি মাদ্রাসাগুলোর টিকাদান কর্মসূচি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এসময় শামসুল হক বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে আগামীকাল থেকে শুধু ঢাকায় নয় সারাদেশের সকল কওমি মাদ্রাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। আস্তে আস্তে এর প্রসার বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, তিনি জানান, যেভাবে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

এসময়, এই কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদ্রাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়।

কেএম/চখ

এই বিভাগের আরও খবর