chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিজ দলেই সমর্থন হারাচ্ছেন বরিস জনসন !

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন তার দলেরই বেশ কয়েক জন এমপি। এবার নিজ দলেই  সমর্থন হারাচ্ছেন বরিস জনসন । 

২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে চলা লকডাউনে বিধি ভেঙে বরিস জনসন সরকারি বাসভবনে একাধিক পার্টির আয়োজন করার অভিযোগ উঠেছে। সেসব অভিযোগ প্রকাশ্যে আসার পর কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটেনের আইনানুসারে, ক্ষমতাসীন কোনো দলের ন্যূনতম ১৫ শতাংশ সাংসদ যদি তাদের দলীয় নেতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন, সেক্ষেত্রে তা পার্লামেন্টে আলোচনার উপযুক্ত হবে।

 

যদিও বরিস জনসনের বিরুদ্ধে ঠিক কতজন এমপি অনাস্থা প্রস্তাব তুলতে যাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

এদিকে ১০ ডাউনিং‌ স্ট্রিটের বিভিন্ন পার্টির ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বরিস জনসন। তিনি বলেছেন, তদন্ত শেষ হলে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ সেই তদন্ত শেষ হবে, সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুধু বলেছেন, তদন্ত চলার পদ্ধতি কিংবা গতি সম্পর্কে জানি না। তদন্তে কোনো রকম হস্তক্ষেপ করছি না। তবে এটুকু আশ্বাস দিতে পারি, তদন্ত শেষ হলে যখন রিপোর্ট আসবে, আমি অসম্পাদিত রিপোর্টটি সবার সামনে তুলে ধরব।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

আইএইচ/চখ

এই বিভাগের আরও খবর