chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লকডাউনে পার্টি কাণ্ডে বিপাকে বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: নিয়ম না মেনে লকডাউনের সময় বিধি লঙ্ঘন করে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্টি করার অভিযোগের তদন্তের প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে। এই কারণে দলে বিদ্রোহের মুখে পড়া বরিস জনসনের ওপর চাপ বেড়েছে।

আজ বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, প্রধানমন্ত্রীর বাসভবন কাম কার্যালয়ে কভিড লকডাউন বিধিনিষেধ লঙ্ঘন করে পার্টির অভিযোগের অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

তদন্তের ফল প্রকাশের উপর প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধানমন্ত্রিত্ব ও রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, ‘ডাউনিং স্ট্রিটের বাসভবনে করা অনুষ্ঠানগুলোর তদন্ত প্রতিবেদন বরিস জনসনের কাছে এখনও যায়নি। তদন্তের ফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত জনগণের অপেক্ষা করা উচিত। ’

বরিস জনসনের মুখপাত্র তদন্তকাজে পুলিশকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে লকডাউন চলার সময় যুক্তরাজ্যের জনগণ যখন কঠোর বিধিনিষেধের মধ্যে ছিল, তখন ডাউনিং স্ট্রিটে প্রায়ই পানাহারের উৎসব (পার্টি) করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বরিস জনসন তাঁর প্রধানমন্ত্রীত্বের মেয়াদে সবচেয়ে বড় সঙ্কটে পড়েছেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর