chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাপানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, আহত-১৩

চট্টলা ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১৩ জন আহত হয়েছেন।তাদের মধ্যে ৮০ বছর বয়সী দুইজন গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জাপানের চারটি প্রধান দ্বীপের মধ্যে দক্ষিণে অবস্থিত কিউশ উপকূলের ৪৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ভূমিকম্পের ফলে ওইটা এবং মিয়াজাকি অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়।

এছাড়া, একটি দেওয়াল ধসে পড়ায় রাস্তার ওপরে থাকা পানির পাইপ ফেটে যায়। এতে প্লাবিত হয় আশপাশের এলাকা। তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয় নি বলে জানিয়েছে ভূতত্ত্ববিদরা।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর