chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৭০৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: করোনার নমুনার পরীক্ষার কমে যাওয়ায় চট্টগ্রামে একদিনের ব্যবধানে আক্রান্তের হারও কিছুটা কমে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় সংক্রমনের হার ২৯দশমিক শূন্য পাঁচ শতাংশ। তবে এদিন কারো মৃত্যু হয়নি।

শনিবার(২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবদেনে এমন তথ্য উঠে এসেছে। তথ্য মতে, এদিন সরকারি ও বেসরকারি ৭ টি ল্যাবে ২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মহানগরে ৫৩১ জন এবং বিভিন্ন উপজেলায় ১৭৩ জনের শরীরে করোনা ধরা পড়ে।

২০২০ সালে ২৪ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম মৃত্যুর মুখ দেখে বন্দরনগরী চট্টগ্রাম। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ১০ হাজার ৩৭৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহানগরে সর্বমোট ৮০ হাজার ৩৬২ এবং বিভিন্ন উপজেলার ২৯ হাজার ৭৩৫ জন রোগী রয়েছে।

এ ছাড়া মারা যান ১ হাজারর ৩৪৩ জন। এসব মৃত্যুর মধ্যেও ৭২৮ জন নিয়ে এগিয়ে মহানগর এবং উপজেলার রোগীর সংখ্যা ৬১৫ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১৭ জন করোনা রোগী ধরা পড়ে। এসময় উপজেলায় একজন মারা যান।

আরকে/নচ

 

 

এই বিভাগের আরও খবর