chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দিনদুপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৭ বাড়ি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মোহাব্বত আলী পাড়ায় দিন দুপুরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৭টি বসত বাড়ি পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

আজ বুধবার দুপুর একটার দি‌কে শিলকুপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব-মনকিচর মোহাব্বত আলী পাড়ার হরন্নিছা বাপের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীদের সহযোগীতায় ৩৩ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই ১৭টি বাড়ি পুঁড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ২৩ পরিবার।

স্থানীয়রা বলছে, বুধবার দুপুর একটার দি‌কে ওই পাড়ার আলমের রান্নাঘরের লাকড়ির চুলা থেকে প্রথম আগুন লাগার ঘটনাটি ঘটে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পাশের আরও ১৬টি বাড়ি পুড়ে যায়।

তথ্যটি নিশ্চিত করেছেন বাঁশখালী ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুর রহিম। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীদের সহযোগিতায় ৩৩ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ক্ষতিগ্রস্তরা হলেন ফজল কাদের, আব্দুল মালেক, আব্দুল মোনাফ, মো. আলমগীর, জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল, লেদু মিয়া, জাকের উল্লাহ্, শফি উল্লাহ্, আনু মিয়া, সুফি আলম, মাহাবুব আলম, ইছহাক, মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ হারুন, মমতাজ বেগম ও ইসলাম মিয়া।

ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী, ইউনিয়নের চেয়ারম্যান মহসিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি সকল পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর