chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেলফি বিক্রি করে কোটিপতি!

ভিন্ন খবর : কেউই কি কখনো ভেবেছেন স্মার্টফোনে শখে তোলা সেলফিতে কোটিপতি বনে যাবে? বিষয়টা বিস্ময়ের হলেও এমন ঘটনাই ঘটেছে বাস্তবে। সেলফি তুলেই কোটিপতি হয়েছেন মালয়েশিয়ার সেমারাং সেন্ট্রাল জাভার ২২ বছর বয়সী ঘোজালি।

জানা গেছে, গত পাঁচ বছর ধরে তিনি প্রতিদিন একটি করে সেলফি তোলেন। আর সেলফিগুলোকে এনএফটিতে রূপান্তরিত করে তা বিক্রি করছেন।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি তার কম্পিউটারের সামনে বসে প্রতিদিন নিজের ছবি তুলতেন। সেলফিগুলো এনএফটি অর্থাৎ ‘নন ফানজিবল টোকেনে’ রূপান্তরিত হয়েছে। এনএফটি একটি অনলাইন মুদ্রা।

গত ৯ জানুয়ারি থেকে ঘোজালি তার সেলফিগুলো বিক্রি শুরু করেন। আর মাত্র পাঁচ দিনের মধ্যে সেলফি বিক্রি করে কোটিপতি হয়ে যান ঘোঁজালি।

রিপোর্ট অনুযায়ী, সেলিব্রিটিরা ঘোজালির সেলফি বিক্রিতে অনেক সাহায্য করেছেন। ইন্দোনেশিয়ার অনেক সেলিব্রিটি তার ছবি প্রচার করেছেন। ঘোজালি ভিডিও করার জন্য পাঁচ বছর ধরে নিজের ছবি তুলে আসছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর