chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিধিনিষেধ তদারকিতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক: ওমিক্রন ঠেকাতে সরকার জারিকৃত বিধিনিষেধ তদারকি করতে আজ  থেকে মাঠে নেমেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এসময় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তারা। বিধিনিষেধ অমান্যকারীদের সতর্ক করার পাশাপাশি মামলা এবং জরিমানাও করেন।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর পাহাড়তলী বাজার, অলংকার, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

মুখে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২টি মামলায় জরিমানা আদায় করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতা তৈরিতে প্রচারণা ও মাস্ক বিতরণ করেন।

এসময় সুবল চাকমা বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের পাহাড়তলী বাজার, অলংকার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২ টি মামলা দিয়েছি। এছাড়াও মাস্ক বিতরণের পাশাপাশি তাদেরকে সর্তক করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেছেন।

প্রতিদিন সকাল বিকাল দুইবার অভিযান পরিচালনা করা হবে। এসময় নগরবাসীদের সতর্ক ও সচেতন হবার আহবান জানান তিনি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর