chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা বিধি-নিষেধের বিরুদ্ধে রাস্তায় হাজারো তিউনিসিয়ান

আন্তর্জাতিক ডেস্ক ;  তিউনিসিয়ায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নানা বিধিনিষেধ আরোপ করে সরকার। একারণে সমাবেশসহ বিভিন্ন জনসমাগমের ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা।

শুক্রবার দেশটির রাজধানী তিউনিসের রাজপথে নেমে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ করে সাধারন মানুষ। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ।
এদিন করোনা বিধিনিষেধের প্রতিবাদের পাশাপাশি সংসদ অধিবেশন স্থগিত, নির্বাহী ক্ষমতা গ্রহণ এবং সংবিধান সংশোধনের তীব্র নিন্দা জানান তারা।

একজন আন্দোলনকারী বলেন, তিউনিশিয়াকে রক্ষায় অভ্যুত্থানের দিন আজ। এখান থেকেই শুরু হয়েছিল গণতন্ত্রের আন্দোলন। প্রতিবাদ জানানো গণতান্ত্রিক অধিকার।
ফলে স্বাধীন জনগণের এখানে জড়ো হওয়াতে কোনো বাধা থাকা উচিত নয়।

করোনা মহামারিতে দীর্ঘ দিনের লকডাউনের কারণে স্থবির হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ।  এতে বাড়ছে হতাশা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ জারি করা হলেও বিক্ষোভকারীরা বলছেন, ক্ষমতায় টিকে থাকতে করোনার দোহাই দিয়ে কারফিউ জারি করেছে সরকার।

 

আইএইচ/চখ

 

এই বিভাগের আরও খবর