chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২২২ জনের করোনা শনাক্ত

চট্টলার ডেস্ক: চট্টগ্রামে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯০ টি নমুনা পরীক্ষায় ২২২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার ১২ দশমিক ৪০ শতাংশ। তবে স্বস্তির বিষয়, এদিন কারো মৃত্যু হয়নি।

বুধবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৩ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মহানগরে ১৭৪ জন এবং বিভিন্ন উপজেলায় ৪৮ জন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে ১২ জন হাটহাজারী, ৮ জন ফটিকছড়ি, রাউজান, সাতকানিয়ায় ৬ জন, ৫ জন রাঙ্গুনিয়া,৩ জন মিরসরাই, সীতাকুণ্ড ও বাঁশখালীতে ২ জন এবং ১ জন করে পটিয়া ও  বোয়ালখালীর বাসিন্দা রয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ৩ হাজার ৩ হাজার ৬৩২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছেন ৭৫ হাজার ১২৫ জন এবং উপজেলায় রয়েছেন ২৮ হাজার ৫০৭ জন। এছাড়া মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে মহানগরে ৭২৫ জন এবং বিভিন্ন উপজেলা বাসিন্দা রয়েছে ৬১০জন।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর