chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে নতুন করে ৭৬ জন করোনায় সংক্রমিত

চট্টলার খবর: চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষায় ৭৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। নতুন করে কারো মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার বিবেচনায় সংক্রমণের হার ৪ দশমিক ৯৬ শতাংশ।

শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদেনে এ চিত্র উঠে এসেছে। এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ৯ টি ল্যাবে নমুনা পরীক্ষা চলে। আক্রান্তদের মধ্যে মহানগরে ৭১ জন এবং বিভিন্ন্ উপজেলার ৫ জন বাসিন্দা রয়েছেন।

এর আগে ২০২০ সালের ২৬ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত হন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৮০ জন। এর মধ্যে মহানগর রয়েছেন ৭৪ হাজার ৫৭৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪০৫ জন।

এছাড়া মারা যাওয়ার রোগীর মধ্যে ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ৬ এপ্রিল সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যান।

 

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর