chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুয়েটের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির

চট্টলার ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সঙ্গে দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী পাঁচ বছর দুই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক তথ্য-উপাত্ত, সাময়িকী প্রকাশনা বিনিময় যৌথ গবেষণা প্রোগ্রাম ও কনফারেন্স আয়োজনসহ বিভিন্ন সুবিধা ভোগ করবে।

সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় চুয়েটের রেজিস্ট্রার কার্যালয়ে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চুয়েটের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট মি. জং তায়ে পার্ক চুক্তিতে স্বাক্ষর করে।

এসময় সমঝোতা স্মারকের সমন্বয়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক এবং ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টান্যাশনাল অফিসের পরিচালক মি. জুন চোই উপস্থিত ছিলেন। এর আগে গত ১৬ ডিসেম্বর ভার্চুয়ালি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর