chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুদকের মামলায় ব্যাংক ম্যানেজারসহ আসামি ৬

নিজস্ব প্রতিবেদক : টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক ব্রাঞ্চ ম্যানেজার জামাল উদ্দিন মজুমদারসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন দুনীতি দমন কমিশন (দুদক)।

দুনীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আমদানি সংশ্লিষ্ট কাগজপত্র জালিয়াতির মাধ্যমে পণ্য খালাস করে ব্যাংকটির ৭০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৯৭ টাকা আত্মসাত করেছেন।

আরও পড়ুন

তাই বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক এফএভিপি ও দেওয়ানহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. জামাল উদ্দিন মজুমদারসহ ৬ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/ ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ৩৪।

মামলায় অপর আসামিরা হলেন, সাবেক অ্যাপ্রেইজার (আমদানি শাখা) বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. সালাহ উদ্দিন তালুকদার, সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা (রফতানি শাখা) মোহাম্মদ মফিজুল্লাহ, মেসার্স মারবীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহামদ, মেসার্স লাহিড়ী এন্টারপ্রাইজের মালিক স্মৃতি লাহেড়ী ও টিপু সুলতান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর