chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইলিয়াসের গ্রেপ্তার ‘রহস্যজনক’: আমির খসরু

চট্টলার ডেস্ক: সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস খান আকবরের গ্রেপ্তারকে ‘রহস্যজনক’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্রেপ্তারের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করার কথা বলেছেন আমির খসরু মাহমুদ। সেসাথে ইলিয়াসের দ্রুত মুক্তিও দাবি করেন তিনি ।

একইদিনে নগরীর আকবর থানায় ইলিয়াসের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এই বিএনপি নেতা।

আমির খসরু মাহমুদ বলেন, এভাবে গ্রেপ্তার হয়রানি সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়ে হুমকির সম্মুখীন। তার গ্রেপ্তার বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের বহিঃপ্রকাশ। এভাবে গ্রেফতারের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করা দরকার।

এ সময় বিএনপি নেতা মনজুর আলম চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, আকবর শাহ থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইনু, নুর আকবর কাজল, রেহান উদ্দীন প্রধান, আলী আজম, শহীদ উল্লাহ ভূইয়া, জামাল কোম্পানী, নূর চৌধুরী, মো. আক্কাস, আবদুল হানিফ, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা জমির উদ্দীন, হাবিবুর রহমান, মো. সেলিম উদ্দীন, মো. আলাউদ্দীন, শহিদুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, তরিকুল ইসলাম তানভির,শহীদুল ইসলাম সমু, মো. হারুন, হায়াতুর রশিদ, হাসান মাহমুদ, মোহাম্মদ তৌসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইলিয়াস খানকে গ্রেফতার করেছে র‌্যাব।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর