chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রামনাথের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

ডেস্ক নিউজ: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাজধানীর হোটেল সোনারগাঁও-তে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে গণমাধ্যমকে জানানো হয়।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বেলা ১১টা ৩৫ মিনিটে রামনাথকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এ সময় কুশল বিনিময় করেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান।

ভিভিআইপি টার্মিনালে তৈরি করা অস্থায়ী অভ্যর্থনা মঞ্চে আসেন রামনাথ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে প্যারেড ঘুরে দেখেন ভারতের রাষ্ট্রপ্রধান।
এরপর বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি।

নচ/চখ

এই বিভাগের আরও খবর