chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এশিয়ার তিন দেশের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

চট্টলা ডেস্ক: চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।- আলজাজিরা

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেয়া হয় বলে ওই বলা হয়েছে। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। বাইডেন প্রশাসনের আমলে এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। চীনের একটি কৃত্তিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সেন্সটাইমস গ্রুপকেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া ও মিয়ানমারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর