chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কেন্টাকিতে ভয়াবহ টর্নেডো, নিহত ৫০

চট্টলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডোতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ওই রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশির ।

তিনি জানান, ‘আমরা মনে করছি, এই ঘটনায় আমাদের মৃতের সংখ্যা ৫০ কেন্টাকি বাসিন্দা। সম্ভবত তা ৭০ থেকে একশ’ ছাড়াতে পারে। কেন্টাকির ইতিহাসে এটিই ভয়াবহতম টর্নেডো। টর্নেডো উপদ্রুত কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

এদিকে, টর্নেডোর জেরে যুক্তরাষ্ট্রের আরকানসাস থেকে ইন্ডিয়ানা রাজ্য পর্যন্ত আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদরা।

সূত্র : সিএনএন

এমকে/চখ

এই বিভাগের আরও খবর