chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আক্রান্ত ১৯ লাখ ছাড়াল

মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারাবিশ্বে ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন মানুষ করোনা ভাইরাসে (কোভিড-১৯)  আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৪৫ হাজার ০৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের করোনা ভাইরাস সম্পর্কিত আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তবে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র সবাইকে ছেড়ে এখন শীর্ষে অবস্থান করছে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৭০ হাজার ৯৯ জন। এরপরেই রয়েছে ইতালি, সেখানে ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৭ হাজর ৭৫৬ জন, তৃতীয় সর্বোচ্চ মারা গেছে ইতালিতে ২০ হাজার ৪৬৫ জন।

এদিকে বাংলাদেশে সোমবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮০৩ জন। সোমবার একদিনেই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮২ জন, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। আর মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের।

এই বিভাগের আরও খবর