chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটিতে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত

সারা দেশে করোনা আক্রান্ত এবং মৃত সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বাদ পড়েনি রাঙামাটিও। দিন দিন বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। নতুন করে আরো ৫ জন শনাক্ত হয়েছে। রাঙামাটিতে এ পর্যন্ত মোট ১০জন করোনায় শনাক্ত হয়েছে।

বুধবার (১৩ মে ) রাত আটটা নাগাদ বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইনচার্জ ডা.মোস্তফা কামাল।

তিনি জানান, রাঙামাটির বিলাইছড়ি থেকে মা ও ছেলে ২ জন, রাজস্থলী থেকে ১ জন বাকী ২ জন সদর হাসপাতাল ও বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক। ৭মে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো। করোনায় শনাক্ত সকলে বর্তমানে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
তিনি আরো জানান, রাঙামাটি স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে আলোচনায় বসবে। তখন একটা সিদ্ধান্তে আসা যাবে। ৪৯০ জনের মধ্য ৩৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এখনো ১৫৫ জনের রিপোর্ট অপেক্ষায় আছে।

এই বিভাগের আরও খবর