chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অপরাধ ঠেকাতে এনায়েত বাজারকে সিসিটিভি’র আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক: ছিনতাই, কিশোর গ্যাংসহ নানা অপরাধ ঠেকাতে চট্টগ্রামের এনায়েত বাজারকে সিসিটিভি’র আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

গত শনিবার(৪ডিসেম্বর)সিআরবির তাসফিয়া গার্ডেন কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান তারা।

এসময় এলাকার নারী নেত্রীরা এনায়েত বাজারে সাম্প্রতিক সময়ের অপরাধ প্রবণতার চাল চিত্র তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সন্ধ্যা হতেই মাদকসেবীদের আনাগোনা, রিক্সা সিএনজি থামিয়ে ছিনতাই, মহিলা কলেজ মোড়ে ইভটিজারদের উৎপাত, প্রভাবশালী ব্যক্তিদের ছত্র-ছায়ায় কিশোর গ্যাংদের দৌরাত্ম্য। এইসব অনিয়ম ও চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই এলাকা সিসিটিভির আওতায় আনার জোর দাবি জানান। পরে নারী নেত্রীরা স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহন করেন।

সভায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ইউ এস এইড ও ইউ কে এইডের ফেলো নারী নেত্রী জিন্নাত সুলতানা ঝুমা (সভাপতি,৩০ নং ওয়ার্ড যুব মহিলা লীগ) পারভীন আক্তার ফারহানা, (সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল আকবর শাহ থানা) এনায়েত বাজার ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আলহাজ্ব সলিমুল্লাহ খান (বাচ্চু), সদরুল আমিন( বিভাগীয় কর্মকর্তা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল), ইসমাইল ইমন, নজরুল ইসলাম, মোঃ আলমগীর,এস ডী জীবন,আজীম অয়ন, আলমগীর আলম রানা,নাদিম আহমেদ, ইমরান এনি,এম ডি রুবেল,এম ডি কায়ছার,এম,এ আশরাফ,আরাফাত, মোঃ কামাল হোসেন, নারী নেত্রী নাজমা সুলতানা, সেলিনা আক্তার,লুপর্না মুৎসুদ্দিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর