chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়াতে বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার দ্বীপ এবং উপকূলীয় এলাকায় বসবাসকারীদের কাছে কচ্ছপের মাংস একটি সাধারণ খাবার। কর্তৃপক্ষ এখন এলাকায় কচ্ছপ খাওয়া নিষিদ্ধ করেছে।

বিরল ক্ষেত্রে চেলোনিটক্সিজম নামে পরিচিত এক ধরনের খাদ্য বিষক্রিয়ার কারণে কচ্ছপের মাংস বিষাক্ত হতে পারে। এর সঠিক কারণ জানা যায়নি। তবে বিষাক্ত শেওলার সঙ্গে এর সম্পর্ক আছে বলে মনে করা হয়।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর