chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাগরিকায় কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে ফায়ার কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নগরীর সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আগুন নেভানোর পর অসুস্থ হয়ে মারা গেছেন এক ফায়ার সার্ভিসের কর্মী।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ফায়ার সার্ভিস কর্মী মো. মিলনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ৩৮ বছর বয়সী মিলন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কাজ করতেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, সাগরিকার আগুন নেভানোর পর তিনি (মিলন) বুকে ব্যথা অনুভব করেন। তাকে আমাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাই। বেলা ২টার দিকে কার্ডিওলজি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকার স্টেডিয়ামের পাশে বিটাক বাজার এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। ওই এলাকার হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় এই অগ্নিকাণ্ড হয়।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ।

এসএএএস/নচ

এই বিভাগের আরও খবর