chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নালায় পড়ে নিখোঁজ আলিফের খোঁজে ফায়ার সার্ভিস

চট্টগ্রামের বাকলিয়ায় আলিফ নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের দ্বিতীয় দিনে তার খোঁজ পায়নি ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের আজিজিয়া মাদ্রাসার ছাদ থেকে নিখোঁজ হয় ১০ বছরের ওই শিক্ষার্থী। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যা থেকে চাক্তাই খালে রাত ১১ পর্যন্ত অভিযান চালায় ফায়ার সার্ভিস।

সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে আজিজিয়া মাদ্রাসার ছাদে উঠছে হেফজ বিভাগের শিক্ষার্থী আলিফ। পরে ওই শিক্ষার্থীকে আর ছাদ থেকে নিচে নামতে দেখা যায়নি।

নিখোঁজ শিশুর বাবা মোহাম্মদ রাসেলের দাবি, ছাদ থেকে পাইপ বেয়ে অথবা লাফিয়ে নামতে গিয়ে পাশের খালে পড়তে পারে আলিফ।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, স্বজনদের অভিযোগের পর বুধবার সন্ধ্যা থেকে চাক্তায় খালে ৫ ঘণ্টা তল্লাশী চালায় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা। আবর্জনার কারণে অভিযানে বেগ পেতে হয় তাদের।

নিখোঁজের ২৪ ঘন্টা পরও থানায় না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলম।

দুই মাস আগে এ মাদ্রাসা থেকে আরও দুই শিক্ষার্থী পালিয়ে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। তবে ওই শিক্ষার্থী পালিয়েছেন নাকি ওই খালে পড়েছেন সে বিষয়ে এখনো কেউ নিশ্চিত না।

চখ/জুইম

 

এই বিভাগের আরও খবর